ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

২৫ দিনে মেলায় চার সহস্রাধিক নতুন বই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে গ্রন্থমেলায় গত ২৫ দিনে সর্বমোট চার হাজার ১৭টি নতুন বই এসেছে। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। যার মধ্যে শুধু আজ মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ১০৭টি। এসব বইয়ে পাঠকদের আগ্রহীও বেশ। তারা বেচে বেচে কিনেছে প্রিয় লেখকের বইসমূহ।

নতুন আসা বইসমূহের মধ্যে রয়েছে- গল্প ৬০২টি, উপন্যাস ৫৭৩টি, প্রবন্ধ ২২৭টি, কবিতা ১ হাজার ২৮২টি, গবেষণা ১০৮টি, ছড়া ৯৬টি, শিশুতোষ ১১৩টি, জীবনী ৯৪টি, রচনাবলি ১৫টি, মুক্তিযুদ্ধ ৭৬টি, নাটক ২১টি, বিজ্ঞান ৬৩টি, ভ্রমণ ৮৪টি, ইতিহাস ১০৪টি, রাজনীতি ১৭টি, চিকিৎসা/স্বাস্থ্য ৩১টি, রম্য/ধাঁধা ১৯টি, ধর্মীয় ২১টি, অনুবাদ ৩৬টি, অভিধান ৭টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ৪৮টি, অন্যান্য ৩৮০টিসহ সর্বমোট চার হাজার ১৭টি।

এমএইচ/এএসএস/জেএইচ/জেআইএম

আরও পড়ুন