ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

পছন্দের বই মিলছে মেলায়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলার আজ ২২তম দিন। মেলায় এখন দর্শনার্থীরা তাদের চাহিদা মতো প্রায় সব বই পাচ্ছেন। প্রকাশকরাও এবারের মেলাকে কেন্দ্র করে নিজেদের প্রকাশিত অধিকাংশ বই মেলায় নিয়ে এসেছেন।

পাঠকরা পছন্দ মতো কিনছেন বই। সাধারণত মেলার মাঝামাঝি সময়ে অধিকাংশ নতুন বই প্রকাশ হয়ে থাকে। তাই মেলার শেষ সময়ে বেচাকেনাও বাড়ে। কারণ এ সময়ে পাঠক নিজেদের পছন্দের সব নতুন বই মেলায় পেয়ে থাকেন।

বৃহস্পতিবার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ও প্যাভেলিয়নে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিজেদের পছন্দের সব বই কিনছেন তারা। প্রথম পর্যায়ের মতো মেলার বের হওয়ার গেটে খালি হাতে তেমন দর্শনার্থী দেখা যায়নি। অধিকাংশ দর্শনার্থীর হাতেই বই দেখা গেছে।

প্রকাশকরা জানান, বেচাকেনা ভালো চলছে। ঐতিহ্য প্রকাশনীর স্বত্তাধিকারী আমজাদ হোসেন কাজল বলেন, বই বিক্রির এখনই সময়। ভালোই চলছে। তবে আমাদের এখানে সব সময়ই ভালো বিক্রি হয়। এখন একটু বেশি।

অন্য প্রকাশের মিডিয়া বিভাগের আলাউদ্দিন টিপু বলেন, বেচাকেনা ভালো চলছে। পাঠক এখনও হুমায়ূন আহমেদের বই বেশি কিনছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহদী বলেন, এখন মেলায় পছন্দের সব নতুন বই পাওয়া যাচ্ছে। এটা মেলার বলতে গেলে পিক আওয়ার। আমরা যারা পাঠক তারাতো নতুন সব বই খুঁজি, তো দেখা যায় অধিকাংশ নতুন বই শেষের দিকে মেলায় আসে। তাই এখন মেলায় অধিকাংশ বই পাওয়া যাচ্ছে।

এমএইচ/এএসএস/এআরএস/আইআই

আরও পড়ুন