ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

মাসউদ আহমাদের ‘পাণ্ডুলিপি করে আয়োজন’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার মাসউদ আহমাদের প্রথম গল্পগ্রন্থ ‘পাণ্ডুলিপি করে আয়োজন’। সময় প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের নামগল্পটি জীবনানন্দ দাশের জন্মদিনে তাকে নিয়েই লেখা।

১০টি গল্পের সংকলনে নগর ঢাকার প্রেম ও দিনযাপনের গ্লানি, গোপন দীর্ঘশ্বাস ও লাবণ্যের রেণু নিয়ে যেমন গল্প আছে, বুদ্ধদেব বসুর ঢাকার জীবনের রেখাচিত্র জীবন্ত হয়ে ধরা দিয়েছে একটি গল্পে। জীবনানন্দ-পত্নী লাবণ্য দাশকে নিয়ে দীর্ঘগল্প ‘আয়না ভাঙার পর’ এতে প্রথম সংকলিত হয়েছে। হুমায়ূন আহমেদের হিমু এবং রূপাও বাস্তবে ধরা পড়েছে বিশদভাবে আরেকটি গল্পে। তরুণ কবির দিনলিপি এবং আরো নানা রঙ ও রেখার গল্প নিয়ে ‘পাণ্ডুলিপি করে আয়োজন’।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সময় প্রকাশনের ১০ নম্বর প্যাভিলিয়নে।

এসইউ/আইআই

আরও পড়ুন