মুস্তফা মনওয়ার সুজনের ‘একাত্তরের ডিসেম্বর’
মুস্তফা মনওয়ার সুজনের ‘একাত্তরের ডিসেম্বর’ বইমেলায় পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে উৎস প্রকাশন। দাম ১০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন রফিক উল্ল্যাহ।
‘একাত্তরের ডিসেম্বর’ মুক্তিযুদ্ধ বিষয়ক বই। বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন অনন্তকাল। শুধু এই জনপদের মানুষের কাছেই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বে স্বাধীনতাকামী জনগোষ্ঠীর অনন্ত প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। দেশমাতৃকার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় অকাতরে জীবন দেওয়ার ঘটনা-ইতিহাসে অমিলন।
১৯৭১ সালের ডিসেম্বরের প্রথমার্ধে প্রতিটি দিনই একটু একটু করে বাংলার জমিনে স্পষ্ট হতে থাকে স্বাধীনতার লাল সূর্য। সময় জয়ে যারা নেমেছিলেন, তারাই তো বীর। আর এই বীরদের যুদ্ধ জয়ের শেষ আখ্যানের কথাই ধারাবাহিকভাবে উঠে এসেছে বইটিতে। এতে ঐতিহাসিক আরও ঘটনার নির্মোহ উপস্থাপন হয়েছে; যা অবসান ঘটাতে পারে অনেক ‘অহেতুক’ বিতর্কের।
এসইউ/এমএস