ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

সানজিদা সুলতানার ‘সংবাদপত্রে ১৭ বছর’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

সানজিদা সুলতানার ‘সংবাদপত্রে ১৭ বছর’ বইমেলায় পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে উৎস প্রকাশন। দাম ১০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন রফিক উল্ল্যাহ।

বইটির দু’টি গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, একজন নারী সাংবাদিকতায় টিকে থাকতে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নানা জটিলতা মোকাবেলা এবং হতাশায় ডুবে যেতে যেতেও লড়াই চালিয়ে যায়; সেই কৌশলের নিখুঁত বর্ণনা। দ্বিতীয়ত, সাংবাদিকতা অনিশ্চিত পেশা; যেখানে নিরাময়হীন বেকারত্ব, বেতন না-পাওয়া এবং কারণ দর্শানো ছাড়াই চাকরি হারানোর সমূহ শঙ্কা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। এতসব সহ্য করে, শুধু প্যাশন বা দায়িত্ববোধের কারণে সাংবাদিকরা নিজেদের জীবন বাজি রাখেন; অন্যের অধিকার আদায়ে সরব থাকেন, কিন্তু নিজেদের কথা মুখ ফুটে বলেন না।

সানজিদা সুলতানা সাংবাদিকদের জীবনের এই অপ্রিয়, সাধারণের অজানা কথাগুলোই বলেছেন নিজের জীবনের স্কেচ আঁকতে গিয়ে। বইটি সাংবাদিকদের কাছে উদাহরণ হিসেবে থাকবে নিজেদের কথা অকপটে প্রকাশ করার প্রেরণা হিসেবে। এ বইয়ে মিডিয়ায় কাজ করা সাধারণ নারীদের আর্থ-সামাজিক অবস্থার সার্বজনীন স্বরূপ পাবে আগামী প্রজন্ম।

এসইউ/এমএস

আরও পড়ুন