১৪ দিনে মেলায় নতুন বই ১৯৩২টি
অমর একুশে গ্রন্থমেলায় গত ১৪ দিনে নতুন বই এসেছে সর্বমোট ১ হাজার ৯৩২টি। গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শুধু আজ বুধবার মেলায় নতুন বই এসেছে ১৯২টি।
বইমেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে- গল্প ২৫৯টি, উপন্যাস ৩৩৫টি, প্রবন্ধ ১০৩টি, কবিতা ৫৭৩টি, গবেষণা ৪৫টি, ছড়া ৪১টি, শিশুতোষ ৬৩টি, জীবনী ৫১টি, রচনাবলি ৯টি, মুক্তিযুদ্ধ ৪০টি, নাটক ১১টি, বিজ্ঞান ৩২টি, ভ্রমণ ৪৪টি, ইতিহাস ৬৩টি, রাজনীতি ৭টি, চিকিৎসা/স্বাস্থ্য ১৭টি, রম্য/ধাঁধা ৮টি, ধর্মীয় ৯টি, অনুবাদ ১৬টি, অভিধান ৪টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ২৭টি এবং অন্যান্য ১৭৫টিসহ মোট ১ হাজার ৯৩২টি।
এমএইচ/এএসএস/জেএইচ/আইআই