ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ‘সন্ধ্যা নামার আগে’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার মঈনুল হাসানের গল্পের বই ‘সন্ধ্যা নামার আগে’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।

বইটি ৫৮১-৫৮২-৫৮৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘কল্পে গল্পে ইলিশ’। যৌথভাবে সম্পাদনা করেছেন মোজাফফর হোসেন ও মঈনুল হাসান।

নব্বই দশক থেকে লেখালেখির সূচনা হলেও গত দুই বছর ধরে মঈনুল হাসান নিয়মিত লিখছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফুলকুড়ানি মেয়ে’ ২০১৬ সালে ও গল্পগ্রন্থ ‘বাস্তুসাপ’ ২০১৭ সালে প্রকাশিত হয়।

এসইউ/আরআইপি

আরও পড়ুন