বইমেলায় ‘সন্ধ্যা নামার আগে’
বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার মঈনুল হাসানের গল্পের বই ‘সন্ধ্যা নামার আগে’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।
বইটি ৫৮১-৫৮২-৫৮৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘কল্পে গল্পে ইলিশ’। যৌথভাবে সম্পাদনা করেছেন মোজাফফর হোসেন ও মঈনুল হাসান।
নব্বই দশক থেকে লেখালেখির সূচনা হলেও গত দুই বছর ধরে মঈনুল হাসান নিয়মিত লিখছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফুলকুড়ানি মেয়ে’ ২০১৬ সালে ও গল্পগ্রন্থ ‘বাস্তুসাপ’ ২০১৭ সালে প্রকাশিত হয়।
এসইউ/আরআইপি