বইমেলায় নামহীন কবিতার বই
সবকিছুরই একটা না একটা নাম থাকে। সাহিত্যের কথা বললে তো তা সবার আগে থাকার কথা। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন কবি জাহিদ সোহাগ। তিনি কবিতার বইয়ের কোনো নামই রাখেননি। এমনকি কবিতার শিরোনামও মুছে দিয়েছেন।
এ বছর বইমেলায় কবি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। এটি তার ৬ষ্ঠ কবিতার বই। বইটির কভারে শুধু কবির স্বাক্ষর রয়েছে। প্রচ্ছদ করেছেন নরোত্তম দুবে। ২৪ পৃষ্ঠার বইটিতে মোট ৫২টি কবিতা আছে। পাওয়া যাচ্ছে ৬৪৪ নম্বর স্টলে।
বইটির কবিতাগুলো গত ৫ বছর ধরে লেখা। যার প্রতিপাদ্য বিচ্চিন্নতাবোধ, প্রেম, যৌনতা ও রাজনীতি। তার অন্য বইগুলো হচ্ছে- ব্যাটারি-চালিত ইচ্ছা, ব্যক্তিগত পরিখা, অসুখের শিরোনাম প্রভৃতি।
এসইউ/পিআর