ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় রতনের দুটি বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

এবারের অমর একুশে বইমেলায় এসেছে সাহস রতন এর দুইটি বই। এ বই দুটি হচ্ছে ‘ভূমিকম্পের আগে তাহাদের কথা’ ও ‘আমি ও আমার বন্ধুরা’। এরই মধ্যে বই দুটি পাঠকের মাঝে সাড়া ফেলেছে।
মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের কাহিনী নিয়ে উপন্যাস ‘ভূমিকম্পের আগে তাহাদের কথা’ আর বিভিন্ন ধরনের গল্প নিয়ে গল্পসংকলন ‘আমি ও আমার বন্ধুরা’।

‘ভূমিকম্পের আগে তাহাদের কথা’ উপন্যাসটির মূল্য ১৫০টাকা এবং গল্পসংকলন ‘আমি ও আমার বন্ধুরা’-এর মূল্য ১৮০টাকা। বই দুটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।

book

বই দুটি পাওয়া যাচ্ছে বইমেলার সাহস পাবলিকেশন্স-এর ৩৭৮ নং স্টলে।

বই সম্পর্কে সাহস রতন বলেন, ‘আমার এবারের বই দুটিও সব শ্রেণির পাঠকদের মন জয় করবে বলে আশা করছি।’

আইআই