ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে গিরীশ গৈরিকের ‘ডোম’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ কবি গিরীশ গৈরিকের তৃতীয় কবিতার বই ‘ডোম’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বিখ্যাত জার্মান পেইন্টার কেথি কোলিথের ‘মাদার উইথ ডেড চাইল্ড’ অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটি পাওয়া যাবে ১৭৩-১৭৪ নম্বর স্টলে।

গিরীশ গৈরিক কবিতায় জীবনবোধের কথা বলেন। কখনো তা বাউলগানের মতো সহজিয়া। ‘ডোম’ তিনটি পর্বে বিন্যস্ত : কবিপর্ব, গন্ধপর্ব ও সূর্যপর্ব। প্রতিটি পর্বে রয়েছে একটি ভূমিকা কবিতাসহ ১৫টি কবিতা ও তিনটি করে পেইন্টিং। বইয়ের চিত্রকলা নির্মাণে ছায়া হিসেবে কাজ করেছেন পেইন্টার সমরজিৎ রায়চৌধুরী।

গৈরিকের প্রথম কবিতার বই ‘ক্ষুধার্ত ধানের নামতা’। দ্বিতীয় কবিতার বই ‘মা : আদিপর্ব’। মা নিয়ে তিনি চার পর্বে কবিতা লিখেছেন, তারই ফলস্বরূপ ‘মা : আদিপর্ব’। ‘ডোম’ কবিতাগ্রন্থে : জীবনের বিপরীতে- মৃতদেহ ও মৃত্যুর কথা বলেছেন। মনে হয়, তিনি একজন পরিপূর্ণ ডোমকবি। তিনি মৃতদেহকে দেখেছেন জীবনের ভেতর থেকে ও বাহির থেকেও।

এসইউ/জেআইএম

আরও পড়ুন