ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আশরাফ জুয়েলের ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আশরাফ জুয়েলের প্রথম গল্পগ্রন্থ ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। কাগজ প্রকাশন থেকে প্রকাশিত ১২টি গল্প নিয়ে ৬ ফর্মার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।

বইমেলার ১৯৩-১৯৪ নম্বর স্টল থেকে ২৫% এবং রকমারি থেকে ২৭% ছাড়ে কেনা যাবে বইটি। বইয়ের গল্পগুলো হচ্ছে- অসমর্থিত গল্প, রাষ্ট্রধারণার বিরুদ্ধে বিবিধ মামলা, রাষ্ট্র হবি? ঋদ্ধি? ইউনাইটেড স্টেটস অব লাবু, একজন ভাত ব্যবসায়ীর সাথে ঘটে যাওয়া কিছু খণ্ডদৃশ্য প্রভৃতি।

এর প্রতিটি গল্প বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত। এছাড়া এই গল্পগ্রন্থের পাণ্ডুলিপি ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার-২০১৭’ লাভ করে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন