ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় রণজিৎ সরকারের পাঁচটি বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

এবারের একুশে বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের শিশু-কিশোরদের নিয়ে লেখা পাঁচটি বই এসেছে। এর মধ্যে তিনটি কিশোর উপন্যাস এবং দুটি গল্পগ্রন্থ।

পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে কিশোর উপন্যাস ‘ভূতের সেলফি ম্যাজিক’। বইটি পাওয়া যাবে পার্ল পাবলিকেশন্সের ৬ নম্বর প্যাভিলিয়নে।

কিশোর উপন্যাস ‘স্কুলের বেস্ট স্টুডেন্ট’ এসেছে শিশুরাজ্য প্রকাশন থেকে। মেলার ৫৫৩ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

শাহ্জী প্রকাশন থেকে এসেছে আরেকটি কিশোর উপন্যাস ‘পূজার পড়ালেখা’। বইটি পাওয়া যাবে ৩৫৩ নম্বর স্টলে।

তাম্রলিপি থেকে এসেছে ভাষাশহিদ ও বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে গল্পের বই ‘ভাষাশহিদ ও বীরশ্রেষ্ঠদের গল্প’। বইটি পাওয়া যাবে তাম্রলিপি প্রকাশনীর ১২ নম্বর প্যাভিলিয়নে।

এ ছাড়াও একটি গল্পের বই এসেছে রিয়া প্রকাশনী থেকে। যার নাম ‘বিকেল বেলা ক্রিকেট খেলা’। বইটি ৬০৬ নম্বর স্টলে পাওয়া যাবে।

এসইউ/এমএস

আরও পড়ুন