ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় পাওয়া যাচ্ছে ‘তোমারে চিনি না আমি’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদের উপন্যাস ‘তোমারে চিনি না আমি’। বইটি প্রকাশ করেছে আদর্শ। মেলার ৩২৬-৩২৭-৩২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

২০৮ পৃষ্ঠার উপন্যাসটির দাম রাখা হয়েছে ৩৮০ টাকা। মেলায় ২৫% ছাড়ে এবং রকমারিতে ২৭% ছাড়ে বিক্রি হচ্ছে ২৭৭ টাকায়।

‘তোমারে চিনি না আমি’ এক স্থবির সময়ের গল্প। আত্মআবিষ্কারের বেদনাদায়ক দলিল। একাধারে এ গল্প ব্যক্তি মানুষের এবং নৈর্ব্যক্তিক ইতিহাস।

লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রত্নতত্ত্ব নিয়ে। তার প্রকাশিত বইসমূহ হচ্ছে- ব্যক্তিগত বসন্তদিন, ফেস বাই ফেস, দেহ, অর্ধেক জাগ্রত রেখে, গুরু ও চণ্ডাল, বস্তুপৃথিবীর রহস্য প্রভৃতি।

এসইউ/এমএস

আরও পড়ুন