বইমেলায় মেহেদী শামীমের তল্পিতল্পার গল্প
অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে মেহেদী শামীমের গল্পগ্রন্থ ‘তল্পিতল্পার গল্প’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশনী। বইটিতে আটটি ছোটগল্প রয়েছে। এটি তার তৃতীয় বই।
বইটির প্রচ্ছদ করেছেন নাজমুল শামীম। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। এর আগে ২০১৪ সালে মেহেদী শামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘বোধের ব্রেকিং নিউজ’ প্রকাশিত হয়। ২০১৫ সালে তার সম্পাদনায় রাজনৈতিক উপন্যাস ‘চলচ্চিত্রের নাম বাংলাদেশ’ প্রকাশিত হয়।
মেহেদী শামীম বলেন, ‘প্রতিটি গল্পই কখনো প্রশ্ন হয়েছে আবার কখনো উত্তর হয়েছে কৌতূহলী মানুষের। গল্পের চরিত্রগুলোর মধ্যে রয়েছে পক্ষপাতিত্ব, নিজস্ব মতবাদ বা নির্বাক আচরণ।’
এসইউ/জেআইএম