মিতা আলীর প্রথম উপন্যাস ‘আকর’

কবি মিতার আলীর প্রথম উপন্যাস ‘আকর’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে ইতিবৃত্ত প্রকাশন। সামাজিক উপন্যাস আকরের মূল ঘটনা মা ও সন্তানের স্বর্গীয় ভালোবাসার ঘটনাকে কেন্দ্র করে।
বইটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা, বুয়েটের ছাত্র শহীদ আবরারের নির্মম হত্যা, করোনাকালের খবরাখবর ও আন্তর্জাতিক রাজনীতির ঘটনা প্রবাহ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আকরের অন্যতম আকর্ষণ মানবজীবনের সাথে বিহঙ্গজীবন বা উদ্ভিদজীবনের তুলনা। অন্যদিকে আধুনিক প্রযুক্তির নেতিবাচক ব্যবহারে শহুরে ও গ্রামীণ সমাজের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে; সেই ব্যবধান কমাতেও লেখক তার উপন্যাসের মাধ্যমে নতুন প্রজন্মকে সতর্ক করেছেন।
বই সম্পর্কে মিতা আলী বলেন, ‘নতুন বাংলাদেশ পরবর্তী সময়ে দেশ এখন সংস্কার কাল পার করছে। উপন্যাটিতে দেশ তথা সরকারের যে অসংগতিগুলো আমি তুলে ধরেছিলাম, তা কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। মায়েদের বলতে চাই, ‘পৃথিবীতে সবচেয়ে বড় বিনিয়োগ হলো আপনার সন্তান। আপনার সন্তানকে যা দেবেন; তা-ই ফেরত পাবেন’।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ড. আলো আরজুমান বানু সাহিত্য অঙ্গনে মিতা আলী নামে পরিচিত। তার লেখা গবেষণাগ্রন্থ ‘মুন্সি মহম্মাদ মেহেরুল্লাহ: ধর্মসেবা সমাজ চিন্তা ও সাহিত্য সাধনা’। মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা চারটি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
সামাজিক ও ঐতিহাসিক কাহিনি নির্ভর উপন্যাসটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৪৫৯ নম্বর স্টলে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বিজ্ঞাপন
এসইউ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন