চার মাস ধরে বেতন হয়নি নতুন নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের
এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নতুন নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি। এছাড়া চার মাস ধরে বেতনও পাচ্ছেন না তারা। এই অবস্থায় জানুয়ারি মাসের মধ্যে নিবন্ধিতদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে কারিগরি শিক্ষক ফেডারেশন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এনটিআরসিএর ১৭ তম নিবন্ধনের ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত বকেয়া বেতন প্রদানের দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনের বক্তারা বলেন, এনটিআরসিএর ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ২০০০ (দুই হাজার) শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা যোগদান করার পর থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পালন করে আসছেন। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দুই হাজার শিক্ষকের মধ্যে যারা জানুয়ারি মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন হাতে পাবেন তাদের মাত্র ৮৫ জনকে ডিসেম্বর মাসে এমপিও দেওয়া হয়। কিন্তু তাদের যোগদান থেকে কোনো বেতন দেওয়া হয়নি। তারা বকেয়া বেতন পাবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন
- এনটিআরসিএ কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো তালা, অবরুদ্ধ কর্মকর্তারা
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নফাঁসের ‘শঙ্কা’ নেই: এনটিআরসিএ
বক্তারা জানান, কারিগরি শিক্ষক ফেডারেশন এরই মধ্যে দুইবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে স্মারকলিপি প্রদান করলেও দ্রুত এমপিওভুক্তি এবং যোগদান থেকে বেতন প্রদানের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। গত চার মাস ধরে প্রায় দুই হাজার শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঋণগ্রস্ত এসব শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত। স্বাভাবিকভাবে পাঠদানেও এর প্রভাব পড়ছে। অন্যদিকে একই প্যানেল থেকে একই যোগ্যতা নিয়ে জেনারেল ও মাদরাসা শাখার শিক্ষকেরা যোগদান থেকেই বেতন পাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও বিনা বেতনে কাজ করানো অসাংবিধানিক এবং বেআইনি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘনও বটে।
কারিগরি শিক্ষক ফেডারেশনের দাবিগুলো হল-
১. জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসিএ কর্তৃক ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে।
২. যোগদান থেকেই বেতন দিতে হবে। যাদের এমপিও হয়ে গেছে তাদের বকেয়া বেতন দিতে হবে।
মানববন্ধনে কারিগরি শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সোলাইমান কবিরসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এএএম/এএমএ