বুটেক্সে আবেদন শুরু বছরের প্রথম দিন থেকে
বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে এটি অবস্থিত।
আসছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু করবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে আবেদন গ্রহণ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ।
গত ২০ ডিসেম্বর শুক্রবার বুটেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১১টি বিভাগে মোট ৬৪০টি আসনের জন্য ১ জানুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রাথমিকভাবে আবেদন করতে ফি লাগবে ৩০০ টাকা। ২০ ফেব্রুয়ারি নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশের পর ১ হাজার টাকা ফি দিয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
৭ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ মার্চ ২০২৫।
ভর্তি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বুটেক্সের অফিসিয়াল ওয়েব সাইটে।
- আরও পড়ুন
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নির্ধারণ করবেন কীভাবে
- কৃষিবিজ্ঞানে অনার্স, চাকরি কোথায়
- ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
এএমপি/আরএমডি/জিকেএস