বদলির প্রজ্ঞাপন দাবি
শহীদ মিনারে বেসরকারি শিক্ষকরা, আমরণ অনশনের হুমকি
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা একই সফটওয়্যারের মাধ্যমে সমপদে ও সমস্কেলে শূন্যপদে বদলির দাবি জানিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ ও অবস্থান’ কর্মসূচির জন্য মিছিল নিয়ে তারা শহীদ মিনারে পৌঁছান। এরপর সেখানে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
আরও পড়ুন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- বদলির সুযোগ পাবেন সব শিক্ষক, শিগগির সুখবর: শিক্ষা উপদেষ্টা
শিক্ষকরা জানান, আজকের লং মার্চ ও অবস্থান কর্মসূচির পর যদি দাবি না মানা হয়, তাহলে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন তারা।
‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ’ ব্যানারে বেসরকারি শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।
এএএইচ/ইএ