ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকেও স্থগিত করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সভা করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাউশিতে এ সভা হওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে এসে সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান।

তিনি বলেন, ‘আলোচনা সভা করার কথা ছিল। ডিজি স্যার শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে মানা করা হয়েছে বলে জেনেছি। কেন, কী কারণে তা বলতে পারবো না।’

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল, তা বহাল রয়েছে বলে জানান উপ-পরিচালক মো. শাহজাহান।

বিষয়টি নিয়ে জানতে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

এএএইচ/কেএসআর