ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ-যুক্তরাজ্যের উচ্চশিক্ষার অংশীদারত্ব শত বছরের পুরোনো
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষার যে অংশীদারত্বের সম্পর্ক তা শত বছরের পুরোনো বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
তিনি বলেন, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষার অংশীদারত্বের সম্পর্কের সূচনা হয়। সেই হিসাবে এ সম্পর্ক শত বছরের পুরোনো। দুই দেশের এ সম্পর্ক আরও গতিশীল অর্থবহ ও বহুমাত্রিকতার মাধ্যমে ফলপ্রসূ করে তুলতে কাজ করতে হবে।
সোমবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তিন দিনব্যাপী ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স ২০২৪’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনের দিনে ‘বাংলাদেশ-ইউকে হায়ার এডুকেশন পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান।
ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কালচারাল রিলেশনসের পরিচালক কেট জয়েসের সঞ্চালনায় সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এডুকেশন ডাইরেক্টর সালভাডোর লপেজ, অ্যাডভান্সড হায়ার এডুকেশন এর অ্যালিসন জন্স, কোয়ালিটি অ্যাসুরেন্সের এডয়ারডো রামোস প্রমুখ।
ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ সম্মেলনে যোগদান করেছেন। ৯-১১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলন হবে।
বাংলাদেশের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ইউজিসি পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ড. এ কে এম শামসুল আরেফিন, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ড. দূর্গা রানী সরকার, মোছা. জেসমিন পারভীন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবীর, উপ-পরিচালক ড. ফারজানা শারমিন, বিশ্বব্যাংকের এ টি এম আসাদুজ্জামান ও মাহমুদুল হক এবং ব্রিটিশ কাউন্সিলের তৌফিক হাসান প্রমুখ।
এএএইচ/এমআরএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত