ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

এনটিআরসিএর প্রতিবেদন

১৭টি নিবন্ধন পরীক্ষায় গড় পাসের হার ৬.৮৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪

নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয়। এ পর্যন্ত ১৭টি নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী- নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের হার ৬ দশমিক ৮৪ শতাংশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রথম থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ৯৮ লাখ ৮৩ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৬৬২ জন, যা শতকরা হারে ৬ দশমিক ৮৪ শতাংশ।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ৯ লাখ ২৩ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন। লিখিত পরীক্ষায় পাস করে মৌখিকের জন্য নির্বাচিত হন ১৯ হাজার ৮৬৩ জন। আর চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ১৮ হাজার ৭০৯ জন।

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন ১ লাখ ৫২ হাজার প্রার্থী। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ১৩ হাজার ৩৪৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৯০১ জন।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১১ লাখ ৭৬ হাজার ১৯৬ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন দুই লাখ ২৮ হাজার ৭০০ জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ২২ হাজার ৩৯৮ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ২০ হাজার ১২১ জন।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ২৬ হাজার ২৪২ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন ২৫ হাজার ২৪০ জন।

এএএইচ/এমআরএম/এমএস