ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

পদোন্নতি পেয়ে কারিগরি-মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হলেন খ ম কবিরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। একই সঙ্গে তাকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি ও নতুন পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএএইচ/ইএ