সেন্ট গ্রেগরি খুলছে শনিবার, নিরাপত্তায় বিশেষ নির্দেশনা
অতর্কিত হামলা-ভাঙচুরের ঘটনায় বন্ধ হওয়া রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ খুলছে শনিবার (৩০ নভেম্বর)। এদিন থেকে স্কুলের প্রভাতী ও দিবা শাখার পরীক্ষা সংশোধিত রুটিন অনুযায়ী চলবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব কার্যক্রম বন্ধই থাকছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী শনিবার থেকে সংশোধিত রুটিন অনুসারে প্রভাতী শাখা ও দিবা শাখার (মর্নিং শিফট ও ডে শিফট) বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হবে।
তবে কলেজ শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণির সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি স্থগিত থাকা প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি লটারি কবে হবে, তা জানানো হয়নি।
নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা
শিক্ষা প্রতিষ্ঠানটিতে গত ২৪ নভেম্বর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্তৃপক্ষ। এজন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সব বাবা-মা ও অভিভাবককে অনুরোধ করা হচ্ছে, আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়ে তাকে বিদ্যালয়ে পৌঁছে দেবেন এবং পরীক্ষা শেষে সঙ্গে করে বাসায় নিয়ে যাবেন।
অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে সর্বস্তরের সবাইকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার জন্য পবিত্র হলি ক্রস সংঘ ও সেন্ট গ্রেগরি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ।
জানা যায়, গত ২৪ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ঢুকেও অতর্কিত ভাঙচুর চালানো হয়।
এতে প্রতিষ্ঠানের ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় তলার শিক্ষকদের একটি কক্ষে অগ্নিসংযোগ করা হয় এবং ক্যান্টিনে ভাঙচুর ও টাকা লুট করা হয়। হামলা-ভাঙচুরে প্রতিষ্ঠানটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ২৫ ও ২৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত করা হয়।
এএএইচ/এসআইটি/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জুনের শেষ সপ্তাহে এইচএসসি, চলছে রুটিন তৈরির কাজ
- ২ প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা
- ৩ কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে নামছে শিক্ষার্থীরা
- ৪ নোট-গাইড ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
- ৫ এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো