এবার গুচ্ছ ছাড়লো চুয়েট, ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ছেড়ে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষার বিষয়ে। তাদের পথ ধরে এবার গুচ্ছ ছাড়ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার চুয়েটের ১৫৫তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিগগির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
- আরও পড়ুন
সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, ঝুলেই থাকলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি
গ্রুপিং-দ্বন্দ্বে টালমাটাল ডিআইএ, ঘুস বাণিজ্যে ইমেজ সংকট
এতে আরও বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
গত ১৭ নভেম্বর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে কুয়েট। তাছাড়া প্রকৌশল গুচ্ছভুক্ত আরেক বিশ্ববিদ্যালয় রুয়েট প্রাথমিকভাবে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ নভেম্বর রুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিযেছে রুয়েট। ফলে প্রকৌশল গুচ্ছ ‘বিলুপ্ত’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এএএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জুনের শেষ সপ্তাহে এইচএসসি, চলছে রুটিন তৈরির কাজ
- ২ প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা
- ৩ কাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে নামছে শিক্ষার্থীরা
- ৪ নোট-গাইড ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
- ৫ এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো