সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
ঢাকা, ইডেন, তিতুমীরসহ ঢাকা বিশ্ববিধ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী—এসব বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না। শুধু যেসব বিষয় বা কোর্সে ফেল করেছেন, সেগুলোতে পরীক্ষা দিলেই হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
ফরম পূরণের ক্ষেত্রে নির্দেশনা
ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমটি হলো—যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। আর দ্বিতীয়টি হলো—যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।
এএএইচ/এমকেআর
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ২ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৩ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৪ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন
- ৫ শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন