ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ভাইভা ৮ ডিসেম্বর, ৫ জনের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪২ এএম, ১৮ নভেম্বর ২০২৪

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইনস্ট্রাক্টর (দশম গ্রেড) পদে যোগ্য প্রার্থীর তালিকা ও মৌখিক পরীক্ষা (ভাইভা) সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।

রোববার (১৭ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—আগামী ৮ ডিসেম্বর পিএসসিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩৮ জন প্রার্থীকে পরীক্ষার জন্য ডাকা হয়েছে। আর আবেদনে ত্রুটি থাকায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ২৯ নভেম্বর জুনিয়র ইনস্ট্রাক্টরের (কারিগরি, দশম গ্রেড) পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সেই হিসাবে দুই বছর পর মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

মৌখিক পরীক্ষায় যা সঙ্গে নিতে হবে

সাময়িকভাবে যোগ্য বিবেচিত হওয়া প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষার দিনে তাদের সঙ্গে রেজিস্ট্রেশনকৃত বিপিএসসি ফর্ম-৫এ (আবেদনকারীর কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সনদ সঙ্গে নিয়ে যেতে হবে।

কোথাও চাকরিরত এমন প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষরিত মূল ছাড়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। তবে প্রবেশপত্র ছাড়া কাউকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষা শুরুর আগে জমা দিতে হবে যেসব কাগজপত্র

পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডের ব্যক্তিগত কর্মকর্তার কাছে কিছু কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো—শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট সব সনদের মূল ও সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের মূল ও সত্যায়িত কপি, স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে তার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশন, পৌর মেয়র অথবা কাউন্সিলের প্রত্যায়নপত্র জমা দিতে হবে।

এছাড়া তিন কপি ছবি, পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত কপি জমা দেওয়ার প্রয়োজন হবে, যা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এএএইচ/এমআরএম