জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু ২ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২০২৫ সালের ২ জানুয়ারি শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ২০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হলে ব্যবহারিক পরীক্ষার তারিখ জানানো হবে।
বুধবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিনে প্রাণ-রসায়ন, ভূগোল, উদ্ভদবিজ্ঞান, মনোবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর নিজের কলেজের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন।
পরীক্ষার সূচি দেখতে ক্লিক করুন এখানে
এএএইচ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন