অধ্যাপক তানজীমউদ্দিন খান
বিশ্ববিদ্যালয়ে ম্যুরাল নির্মাণে অপ্রয়োজনে খরচ করেছে বিগত সরকার
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যুরাল ও ফটক নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকার অপ্রয়োজনীয় খরচ করেছে। এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে গেট ও ম্যুরাল নির্মাণে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ইউজিসির কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার (৫ নভেম্বর) ২০২৪-২৫ অর্থবছরে এডিপিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউজিসি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- ইউজিসি কারও ওপর কিছু চাপিয়ে দেবে না, সহযোগিতা করবে: চেয়ারম্যান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি
অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মানুষের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে দুর্নীতিমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’
এসময় তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও সুষ্ঠুভাবে শেষ করা, যথাযথ অর্থব্যয়, নির্মাণকাজ মানসম্মত করা, নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করা, ঠিকাদারদের জবাবদিহির আওতায় নিয়ে আসাসহ একগুচ্ছ পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। এতে অংশ নেন ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএএইচ/কেএসআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ২ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৩ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৪ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন
- ৫ শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন