জাতীয় বিশ্ববিদ্যালয়
উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, অধ্যাপক ড. মো আবুদ্দারদা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, অন-ক্যাম্পাস শিক্ষার্থী অফিউল হাসান, শাহরিয়ার রহমান প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম। প্রতিবাদ সভা থেকে উপাচার্যকে হত্যার হুমকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন, এ ধরনের হুমকি উপাচার্যের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমূল সংস্কারের উদ্যোগ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা মাত্র। এ আঘাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার ওপর আঘাত। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ হুমকি বরদাশত করবো না।
এএএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন