প্রাথমিক বিদ্যালয়
৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, ৬ মাসের মধ্যে বিজ্ঞপ্তি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজন করা হয়েছে। গত ১৬ অক্টোবর এ পদ সৃষ্টির প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৬ মাসের মধ্যে এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
- আরও পড়ুন:
১০ম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
সহকারী শিক্ষকদের দশম গ্রেড কেন জরুরি?
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: কোটার ব্যাখ্যা দিল অধিদফতর
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃজনে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সব কার্যক্রমে সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যত দ্রুত সম্ভব এ পদগুলো পূরণে নিয়েগ বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করবে অধিদপ্তর। আগামী ৬ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এএএইচ/এমআরএম/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা