স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে অফিস শুরু করলেন পিএসসি চেয়ারম্যান
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও চারজন সদস্য জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সাভারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি অফিসে আসেন। এখন থেকে তারা নিয়মিত অফিস করবেন।
পিএসসির চারজন নতুন নিয়োগ পাওয়া সদস্য হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার। এসময় সরকারি কর্ম কমিশনের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও সদস্যরা অফিস শুরু করেছেন। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন চেয়ারম্যান।
এর আগে গত ১৫ অক্টোবর পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও চারজন সদস্য শপথ নেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা