ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ইংরেজিতে বেশি ফেল করায় ৪ শিক্ষা বোর্ডে ‘খারাপ’ ফল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ বছর পাসের হারসহ ফলাফলে বেশি পিছিয়ে পড়েছে ময়মনসিংহ ও যশোর শিক্ষা বোর্ড। চট্টগ্রাম ও কুমিল্লা শিক্ষা বোর্ডেও খারাপ ফলাফল হয়েছে। চার শিক্ষা বোর্ডে ফলাফল খারাপ হওয়ার মূল কারণ ইংরেজি ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ৬ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো- বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শুধু ইংরেজিতে পাসের হার ৭৭ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ২৩ জনই ইংরেজিতে ফেল করেছেন।

তাছাড়া বোর্ডটিতে আইসিটিতেও ফেলের হার বেশি। আইসিটি বিষয়ে পাস করেছেন ৭৩ দশমিক ৭১ শতাংশ। ফেল করেছেন ২৬ দশমিক ২৯ শতাংশ পরীক্ষার্থী। তাছাড়া হিসাববিজ্ঞানেও পাসের হার কম ময়মনসিংহ বোর্ডে। মাত্র ৭১ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী হিসাববিজ্ঞানে পাস করতে পেরেছেন। বাকি ২৮ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

অনুষ্ঠিত বাকি চারটি বিষয়ে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ভালো। বোর্ডটিতে বাংলায় ৯৫ দশমিক ৩৭ শতাংশ, পদার্থবিজ্ঞানে ৯০ দশমিক ৪৮ শতাংশ, যুক্তিবিদ্যায় ৯৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের জাগো নিউজকে বলেন, ‘আমাদের পরীক্ষার্থীরা তিনটি বিষয়ে খারাপ করেছেন বলে ফলাফলে দেখতে পাচ্ছি। সেগুলো হলো- ইংরেজি, আইসিটি ও হিসাববিজ্ঞান। বিষয়গুলোতে খারাপ করার কারণ কী, তা খতিয়ে দেখা হবে।’

যশোর বোর্ডে শুধু ইংরেজি বিষয়ে ফেল করেছেন ৩১ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী। ইংরেজি পরীক্ষায় প্রতি ১০০ জনে মাত্র ৬৮ জন পাস করতে পেরেছেন। তবে বাকি ৫ বিষয়ে ভালো ফল করেছেন যশোর বোর্ডের পরীক্ষার্থীরা।

এ বোর্ডে বাংলায় পাস করেছেন ৯৪ দশমিক ৯৭ শতাংশ। আইসিটিতে ৮৭ দশমিক ৮৪ শতাংশ, পদার্থবিজ্ঞানে ৮৯ দশমিক ৬৫ শতাংশ, যুক্তিবিদ্যায় ৯৮ দশমিক ৩৫ শতাংশ ও হিসাববিজ্ঞানে ৮৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ইংরেজিতে বেশি ফেলের কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার। জাগো নিউজকে তিনি বলেন, ‘ইংরেজিতে ফেল কমানো গেলে ফলাফল অনেক ভালো হতো। পাসের হারও হয়তো বাড়তো। কেন এটা হয়েছে, তা খতিয়ে দেখবো আমরা।’

আরও পড়ুন

চট্টগ্রাম ও কুমিল্লা শিক্ষা বোর্ডেও ইংরেজিতে ফল বিপর্যয় হয়েছে। চট্টগ্রামে ইংরেজি বিষয়ে পাসের হার মাত্র ৬৯ শতাংশ। প্রতি ১০০ জনে ইংরেজিতে ফেল করেছেন ৩১ শতাংশ শিক্ষার্থী। যার প্রভাব পড়েছে বোর্ডের গড় পাসের হারেও। এ বোর্ডে পাস করেছেন ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডেও ইংরেজিতে বেশি ফেল করেছেন শিক্ষার্থীরা। বোর্ডটিতে ইংরেজিতে ফেলের হার ২০ দশমিক শূন্য ৭ শতাংশ। বাকি ৫ বিষয়ে তুলনামূলক ভালো ফল করলেও ইংরেজির কারণে গড় পাসের হারে পিছিয়ে গেছে কুমিল্লা।

বাকি বিষয়গুলোর মধ্যে কুমিল্লায় বাংলায় পাসের হার ৯২ দশমিক ৮৩ শতাংশ, আইসিটিতে ৮৮ দশমিক ৬৪, পদার্থবিদ্যায় ৯৬ দশমিক ২৮, যুক্তিবিদ্যায় ৮৭ দশমিক ৮৩ ও হিসাববিজ্ঞানে ৮৭ দশমিক ৮১ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ‘আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে বেশ ভালো করেছেন শিক্ষার্থী। শুধু ইংরেজিতে খারাপ হয়েছে। এখানে আমরা পিছিয়ে গেছি।’

অন্য পাঁচ বোর্ডে পাসের হার কেমন

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফলাফলে এবার চমক দেখিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা সাধারণ ৯ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। পাসের হারে তলানিতে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

শীর্ষে থাকা সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। তার কাছাকাছি অবস্থানে রাজশাহী বোর্ড। রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। পাসের হারে এরপর পর্যায়ক্রমে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘কয়েকটি বোর্ডে ইংরেজি, আইসিটিতে খারাপ ফল করেছেন পরীক্ষার্থীরা। এর নেতিবাচক প্রভাব পড়েছে গড় পাসের হারে। ঢাকা বোর্ড তুলনামূলক স্বাভাবিক ফল হয়েছে। বিগত বছরের তুলনায় ফলাফল স্থিতিশীল বলা যায়।’

এএএইচ/কেএসআর/এমএস

টাইমলাইন

  1. ০৩:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ আলিমে এবারও শীর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসা
  2. ০১:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ ফেনীর বেগম সামছুন্নাহার কলেজের ৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
  3. ১০:২৩ এএম, ১৬ অক্টোবর ২০২৪ পরীক্ষার্থী মাত্র দু’জন, দুজনই অকৃতকার্য
  4. ০৯:৩৬ এএম, ১৬ অক্টোবর ২০২৪ ৫৭ বছর বয়সে আব্দুল হান্নানের এইচএসসি জয়
  5. ০৮:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ চাঁদপুরে একটি কলেজের পাস করেনি কেউ
  6. ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ছাত্র আন্দোলনে শহীদদের নজরকাড়া ফলাফল, স্বজনদের আহাজারি-হাহাকার
  7. ০৭:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ইংরেজিতে বেশি ফেল করায় ৪ শিক্ষা বোর্ডে ‘খারাপ’ ফল
  8. ০৬:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী বোর্ডের ১২ কলেজের কেউ পাস করেনি
  9. ০৫:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ যশোরে বোর্ডে শীর্ষস্থানে যশোর, তলানিতে মেহেরপুর
  10. ০৪:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল
  11. ০৩:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ সাবজেক্ট ম্যাপিংয়েও এইচএসসিতে নিম্নমুখী ফল, নেপথ্যে কী?
  12. ০৩:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ আদমজী কলেজে শতভাগ পাস, বেড়েছে জিপিএ-৫
  13. ০৩:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ দিনাজপুর বোর্ডে ২০ কলেজে পাস করেনি কেউ
  14. ০১:৩২ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ট্রমার মধ্যে থেকেও শিক্ষার্থীরা ভালো করেছে
  15. ০১:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ সিলেটে জিপিএ-৫ বেড়েছে চারগুণ
  16. ০১:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ নটর ডেমের শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস
  17. ১২:৫৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ দিনাজপুর বোর্ডে ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা
  18. ১২:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ আন্দোলনও করেছি, পরীক্ষাও দিয়েছি, জিপিএ-৫ পেয়েছি
  19. ১২:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসিতে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার
  20. ১২:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ নটর ডেম কলেজে পাসের হার ৯৯.৯৪, জিপিএ-৫ পেলেন ২৬১৮ শিক্ষার্থী
  21. ১২:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার
  22. ১২:০৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ পাসের হারে সিলেটের চমক, তলানিতে ময়মনসিংহ
  23. ১২:০৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ বরিশালে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫
  24. ১১:৫৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭০.৩২
  25. ১১:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
  26. ১১:৪৭ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু বুধবার
  27. ১১:৪৬ এএম, ১৫ অক্টোবর ২০২৪ ৬৫ কলেজে কেউ পাস করেননি
  28. ১১:৪৪ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মা-বাবাও আমার সঙ্গে ‘পরীক্ষা যুদ্ধে’ নেমেছিলেন
  29. ১১:৪১ এএম, ১৫ অক্টোবর ২০২৪ প্রবাসে বসে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস ২৬৯ জন
  30. ১১:৩০ এএম, ১৫ অক্টোবর ২০২৪ ১৩৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস
  31. ১১:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
  32. ১১:১০ এএম, ১৫ অক্টোবর ২০২৪ কারিগরি বোর্ডে পাসের হার ৮৮.০৯, জিপিএ-৫ পেলেন ৪৯২২ জন
  33. ১১:০৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন
  34. ১১:০৬ এএম, ১৫ অক্টোবর ২০২৪ আলিমে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন
  35. ১০:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
  36. ০৮:৪৪ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল ঘরে বসেই জানবেন যেভাবে
  37. ০৮:৩৩ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ