নটর ডেমের শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস যেন রূপ নেয় বাঁধভাঙা জোয়ারে। শিক্ষার্থীদের আনন্দে যোগ দেন অভিভাবক ও শিক্ষকরাও। শিক্ষার্থীদের বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখিয়ে ক্যামেরাবন্দী হওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
অনেক শিক্ষার্থী আগেই ফল (ইন্টারনেটে) জানলেও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন প্রিয় ক্যাম্পাসে। প্রিয় শিক্ষকদের সঙ্গে তারা দেখা করে ফলাফল জানাচ্ছেন ও দোয়া নিচ্ছেন।
এদিন বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বাধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। ফলাফল ঘোষণার পর হর্ষধ্বনি দিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় শিক্ষার্থীদের। সহপাঠীরা একে অন্যকে নিজের ফলাফল জানাচ্ছেন, নাচ-গান আর মিষ্টি খাওয়াচ্ছেন।
এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা শিক্ষকদের তত্ত্বাবধায়নে পড়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন। শিক্ষকরাও ছিলেন আন্তরিক। সব মিলে উভয়ের পরিশ্রমে ভালো ফলাফল সম্ভব হয়েছে।
নিজ সন্তানের সঙ্গে আব্দুল্লাহ নামে এক অভিভাবক এসেছেন নটরডেম ক্যাম্পাসে। তিনি জাগো নিউজকে বলেন, কেরানীগঞ্জে নিজের বাসা থাকলেও ছেলের লেখাপড়ার সুবিধার্থে কলেজের কাছাকাছি (গুপিবাগ) বাসা ভাড়া নিয়ে আছি। আমি চেয়েছিলাম ছেলেরা মানুষ হোক। আজ পরীক্ষার রেজাল্ট অনলাইনে আগেই পেয়েছিলাম। তার (ছেলে) বন্ধুদের ফলাফলও ভালো। তাই সবার সঙ্গে দেখা করতে এলাম, তাদের আনন্দও দেখতে এলাম।
জিপিএ-৫ পাওয়া মাহমুদ জাগো নিউজকে বলেন, কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় শিক্ষদের। তারা নিজের সন্তানের মতো স্নেহ করেছেন, পড়িয়েছেন। আমার মা-বাবাকে সন্তুষ্ট করতে পেরে ভালো লাগছে। এবার প্রথম লক্ষ্য মেডিকেলে পড়াশোনা।
জিপিএ-৫ পাওয়া অন্য শিক্ষার্থী শরফুল জাগো নিউজকে বলেন, শিক্ষক এবং মা-বাবার আদর-ভালোবাসার ফল এটি। এখন লক্ষ্য স্বপ্ন পূরণ। উচ্চশিক্ষা অর্জনের জন্য আমাদের কলেজ আমাদের উৎসাহিত করেছে। বাইরের দেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্য রয়েছে, দেখি পরবর্তিতে কি হয়। এর পর পরই ‘ভি’ চিহ্ন দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান মাহমুদ-শরফুলরা।
এদিন বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে ফল প্রকাশিত হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারছেন। পাশাপাশি মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তাছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেও ফলাফল টাঙিয়ে দেওয়া হবে।
এদিকে এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো। যেখানে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী-৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সূচি অনুযায়ী-মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। এতে কারও পাঁচ বিষয়, আবার কারও ছয় বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। সেগুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ হবে।
ইএআর/এমআইএইচএস/জেআইএম
টাইমলাইন
- ০৩:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ আলিমে এবারও শীর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসা
- ০১:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ ফেনীর বেগম সামছুন্নাহার কলেজের ৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
- ১০:২৩ এএম, ১৬ অক্টোবর ২০২৪ পরীক্ষার্থী মাত্র দু’জন, দুজনই অকৃতকার্য
- ০৯:৩৬ এএম, ১৬ অক্টোবর ২০২৪ ৫৭ বছর বয়সে আব্দুল হান্নানের এইচএসসি জয়
- ০৮:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ চাঁদপুরে একটি কলেজের পাস করেনি কেউ
- ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ছাত্র আন্দোলনে শহীদদের নজরকাড়া ফলাফল, স্বজনদের আহাজারি-হাহাকার
- ০৭:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ইংরেজিতে বেশি ফেল করায় ৪ শিক্ষা বোর্ডে ‘খারাপ’ ফল
- ০৬:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী বোর্ডের ১২ কলেজের কেউ পাস করেনি
- ০৫:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ যশোরে বোর্ডে শীর্ষস্থানে যশোর, তলানিতে মেহেরপুর
- ০৪:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল
- ০৩:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ সাবজেক্ট ম্যাপিংয়েও এইচএসসিতে নিম্নমুখী ফল, নেপথ্যে কী?
- ০৩:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ আদমজী কলেজে শতভাগ পাস, বেড়েছে জিপিএ-৫
- ০৩:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ দিনাজপুর বোর্ডে ২০ কলেজে পাস করেনি কেউ
- ০১:৩২ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ ট্রমার মধ্যে থেকেও শিক্ষার্থীরা ভালো করেছে
- ০১:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ সিলেটে জিপিএ-৫ বেড়েছে চারগুণ
- ০১:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ নটর ডেমের শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস
- ১২:৫৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ দিনাজপুর বোর্ডে ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা
- ১২:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ আন্দোলনও করেছি, পরীক্ষাও দিয়েছি, জিপিএ-৫ পেয়েছি
- ১২:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসিতে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার
- ১২:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ নটর ডেম কলেজে পাসের হার ৯৯.৯৪, জিপিএ-৫ পেলেন ২৬১৮ শিক্ষার্থী
- ১২:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার
- ১২:০৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ পাসের হারে সিলেটের চমক, তলানিতে ময়মনসিংহ
- ১২:০৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ বরিশালে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫
- ১১:৫৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭০.৩২
- ১১:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
- ১১:৪৭ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু বুধবার
- ১১:৪৬ এএম, ১৫ অক্টোবর ২০২৪ ৬৫ কলেজে কেউ পাস করেননি
- ১১:৪৪ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মা-বাবাও আমার সঙ্গে ‘পরীক্ষা যুদ্ধে’ নেমেছিলেন
- ১১:৪১ এএম, ১৫ অক্টোবর ২০২৪ প্রবাসে বসে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস ২৬৯ জন
- ১১:৩০ এএম, ১৫ অক্টোবর ২০২৪ ১৩৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস
- ১১:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
- ১১:১০ এএম, ১৫ অক্টোবর ২০২৪ কারিগরি বোর্ডে পাসের হার ৮৮.০৯, জিপিএ-৫ পেলেন ৪৯২২ জন
- ১১:০৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪ জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন
- ১১:০৬ এএম, ১৫ অক্টোবর ২০২৪ আলিমে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন
- ১০:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
- ০৮:৪৪ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসির ফল ঘরে বসেই জানবেন যেভাবে
- ০৮:৩৩ এএম, ১৫ অক্টোবর ২০২৪ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ