চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব সিদ্দিক জোবায়ের
চুক্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন সাবেক আমলা সিদ্দিক জোবায়ের।
সোমবার (১৪ অক্টোবর) চুক্তিতে দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ৮ অক্টোবর মাধ্যমিকে উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
আরএমএম/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ২ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
- ৩ নীতিমালা জারি: শিক্ষক দুবার, শিক্ষিকা তিনবার বদলির সুযোগ পাবেন
- ৪ পরীক্ষায় ৩০ মিনিট বেশি সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
- ৫ নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়া অধ্যক্ষ ওএসডি