বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনের সময় বাড়লো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনের সময় ১৪ মে পর্যন্ত বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ্।
তিনি বলেন, ৭ মে’র মধ্যে নিবন্ধন করার নির্দেশ দেয়া হলেও সফটওয়্যারসহ কয়েকটি জটিলতার কারণে আগামী ১৪ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এর আগে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাদের নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন কার্যক্রম তদারকি করার নির্দেশ দেয় এনটিআরসিএ।
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ’কে প্রার্র্থী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়।
এসকেডি/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি