ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, অধ্যাপক হলেন ৯২২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। ৯২২ জন সহযোগী অধ্যাপককে একবারে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ লিয়েনে বা শিক্ষা ছুটিতে থাকলে তারা লিয়েন বা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতির আদেশ জারি করা হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিল করা হবে।

এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।

বর্ণিত কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের পিডিএসে লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া ৯২২ জন অধ্যাপকের তালিকা দেখতে ক্লিক করুন

এএএইচ/জেএইচ/এমএমএআর/এমএস