দ্বিতীয় মেয়াদে নিয়োগের ২২ দিন পর এনসিটিবি চেয়ারম্যানের পদত্যাগ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম। সোমবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র দেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলামকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ২৩ মে তার মেয়াদ শেষ হয়। এরপর গত ২৮ জুলাই তাকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। দ্বিতীয় মেয়াদে নিয়োগের ২২ দিন পরই পদত্যাগ করলেন অধ্যাপক ফরহাদুল ইসলাম।
নতুন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন এবং বিনামূল্যে পাঠ্যবই ছাপানো ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ নিয়ে নানা সময়ে বিতর্কের মুখে পড়েন অধ্যাপক ফরহাদুল। তারপরও তার ওপরই আস্থা রেখেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এদিকে, অধ্যাপক ফরহাদুল ইসলামের পদত্যাগে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এএএইচ/এমকেআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা