সরানো হলো ফেরদৌস জামানকে, ইউজিসির নতুন সচিব ফখরুল ইসলাম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।
এছাড়া ইউজিসির সচিব (পদ থেকে সরানো হয়েছে) ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
ইউজিসির নতুন সচিব হিসেবে ড. মো. ফখরুল ইসলাম আজ রোববার বিকেলে যোগদান করেছেন। এর আগে তিনি ইউজিসির যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ড. মো. ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনটি।
তিনি মালয়েশিয়া থেকে এমটিসিপি, নেদারল্যান্ডসে নাফিক, সুইডেনে সিডা, সিঙ্গাপুরে এসসিপি এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেন।
এএএইচ/কেএসআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত