ফের বাড়লো একাদশে ভর্তির সময়, ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ ও মাদরাসাগুলোতে আগামী ৫ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন। তবে ভর্তির সময় বাড়ানো হলেও কলেজগুলোতে কবে থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সে বিষয়ে কিছু বলতে পারছেন না শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো। একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
এর আগে এক দফা সময়সীমা বাড়ানো হয়েছিল। সেসময় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জানিয়েছিল একাদশে ভর্তির সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। সেসময় ৬ আগস্ট ক্লাস শুরুর কথা জানানো হয়েছিল। তবে এবার ক্লাস শুরু নিয়ে কোনো তথ্যই জানানো হয়নি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। তবে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ভিকারুননিসা-আইডিয়ালে অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা চান অভিভাবকরা
- ২ শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান, অনশনের ঘোষণা শিক্ষার্থীদের
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে: ভিসি
- ৪ সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে যা বললেন শিক্ষা উপদেষ্টা
- ৫ সরকারি শারীরিক শিক্ষা কলেজ শিক্ষক সমিতির নেতৃত্বে রায়হান-বারী