প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক বিকেলে
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের সভা আছে। সেখানে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হতে পারে।
গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করে দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা।
- আরও পড়ুন
- সর্বজনীন পেনশন স্কিমের আয় করমুক্ত, ট্রাস্টের আয়ে বসবে কর
- কবিরুল ইজদানী/পেনশন স্কিম বাধ্যতামূলক নয়, স্কুলে পাঠানো চিঠি খতিয়ে দেখবো
আন্দোলনরত শিক্ষকরা এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেছেন। তাতেও সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
এর আগে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত অবস্থান কর্মসূচি করেন তারা। ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঠের কর্মসূচিতে নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এএএইচ/এসআইটি/জেআইএম