ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপ ও প্রথম মাইগ্রেশনের ফল আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৪ জুলাই ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আজ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রথম মাইগ্রেশনের ফলও জানা যাবে।

ভর্তিচ্ছুরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে মনোনীত কলেজ ও মাইগ্রেশনের পর আবেদনকারী কোন কলেজে মনোনীত হয়েছে, তা জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র ও একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমাদের প্রত্যাশা দ্বিতীয় ধাপে অধিকাংশ শিক্ষার্থী কলেজ পেয়ে যাবে। হয়তো হাতে গোনা কিছু শিক্ষার্থী বাকি থাকতে পারে। তারা তৃতীয় ধাপে নির্বাচিত হয়ে কলেজে ভর্তির সুযোগ পাবে। পর্যাপ্ত আসন থাকায় কেউ ভর্তিবঞ্চিত থাকবে না।’

একাদশে ভর্তির তৃতীয় ধাপে আবেদন, ফল প্রকাশ ও ভর্তি

আগামী ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন চলবে। ১২ জুলাই তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ১৩ ও ১৪ জুলাই তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত। ৩০ জুলাই অনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন।

তবে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে।

এএএইচ/এসআইটি/জিকেএস