ঈদের আগে শতভাগ উৎসবভাতার দাবি বাকশিসের
আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসবভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। সোমবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে সংগঠনের নেতারা এ দাবি জানান।
বাকশিসের দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা বিবৃতিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিও জানান তারা। এছাড়া একগুচ্ছ দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে সই করেছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. আসাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ মহাসিন উল হাবলু, অধ্যক্ষ মো. আব্দুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ জুলসাহ উদ্দীন, অধ্যাপক ইয়াসমিন আরা খানম।
এএএইচ/জেডএইচ/
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত