ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

নৈপুণ্য অ্যাপে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে নৈপুণ্য অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এএএইচ/এমআরএম/জেআইএম