সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কলেজ শিক্ষকদের ৮৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কয়েক বছর আগে ভর্তি হওয়া বিভিন্ন বর্ষ ও শ্রেণির শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।
একই সাথে এটি বাস্তবায়নে তিনি কলেজ শিক্ষকদের সবধরনের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, গত ২২ বছরে উদ্যোগ ও কর্ম পরিকল্পনার অভাবসহ অন্যান্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুর্বিষহ সেশনজট সৃষ্টি হয়। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার ফল দ্রুততম সময়ে প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করে তা ১-২ বছরের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
তিনি ইরও বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা হবেন সম্পূর্ণ সেশনজট মুক্ত। সেই মর্মে তাদের একাডেমিক ক্যালেন্ডারও ঘোষণা করা হয়েছে।
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালরে অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ড. এম শামসুদ্দীন ইলিয়াস অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এ সময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের প্রভাষক সাঈদা ফাতিমা।
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি