চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। যা গতবছরের তুলনায় কম। গত ২০২২ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে গত বছরের চেয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৬৭০ জন। তবে ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল আনুপাতিকহারে ভালো হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রামসহ আশপাশের মোট ৫ জেলার ১ লাখ ১ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
রোববার ২৬ নভেম্বর বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষণা করে। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।
ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ৩ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। এরমধ্যে ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
একইভাবে একেবারে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা রয়েছে তিনটি। ঘোষিত ফলাফলে ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন ছাত্রী। ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। এতে বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
একইভাবে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা ভালো করেছে। চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রামে পাসের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ, কক্সবাজার জেলার ৭০ দশমিক ৩৮ শতাংশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা ৬৪ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা ৬২ দশমিক ২৭ শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলার ৬৬ দশমিক ৮১ শতাংশ পাস করেছে।
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম
টাইমলাইন
- ০৮:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ‘পূর্ণ নম্বরে পরীক্ষা নিলেই ফল খারাপ হবে, এটা যৌক্তিক কথা নয়’
- ০৬:৪৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ দিনাজপুর বোর্ডের ১৬ কলেজের কেউ পাস করেনি
- ০৫:১৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ময়মনসিংহে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
- ০৪:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কুমিল্লায় কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ০৪:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী
- ০৪:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি
- ০৩:৫৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ
- ০৩:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ইংরেজিতে বেশি ফেল করায় যশোর বোর্ডে ফল বিপর্যয়
- ০৩:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ মাইলস্টোন কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ১৬৭৩
- ০৩:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে বিদেশকেন্দ্রে পাসের হার ৯৪.৩৯
- ০৩:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩৭৭টি
- ০৩:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ পাসের হার-জিপিএ-৫ কমার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- ০৩:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কলেজের পাঁচ শিক্ষার্থীর ৩ জনই ফেল
- ০৩:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এইচএসসি পাস করেননি
- ০২:২১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ আলিমের ফলাফলে শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
- ০২:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসির ফল চ্যালেঞ্জে আবেদন শুরু সোমবার
- ০১:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ নটরডেমে পাসের হার ৯৯.৫৬ শতাংশ, কমেছে জিপিএ-৫
- ০১:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ভিকারুননিসার ছাত্রীদের বাঁধভাঙা উল্লাস
- ০১:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ভিকারুননিসায় জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ ছাত্রী, ফেল ৩৫
- ১২:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ পাসের হারে এগিয়ে বরিশাল, তলানিতে যশোর
- ১২:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কারিগরি বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ
- ১১:৫৬ এএম, ২৬ নভেম্বর ২০২৩ সিলেট বোর্ডে কমেছে পাসের হার-জিপিএ ৫
- ১১:৪২ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
- ১১:২৭ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
- ১১:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে প্রায় অর্ধেকে নেমেছে জিপিএ-৫
- ১১:১০ এএম, ২৬ নভেম্বর ২০২৩ আলিমে পাসের হার ৯০.৭৫ শতাংশ
- ১১:০২ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ
- ১০:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর