নটরডেমে পাসের হার ৯৯.৫৬ শতাংশ, কমেছে জিপিএ-৫
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ বছর নটরডেমে পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। গত বছর নটরডেমে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।
এইচএসসির ফল ঘোষণার পরপরই নটরডেমে দেখা যায় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরাও আনন্দে মেতে ওঠেন। বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখিয়ে ক্যামেরাবন্দি হন শিক্ষার্থীরা। ইন্টারনেটে আগেই ফল জানলেও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে আসেন কলেজ ক্যাম্পাসে। প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা করে ফলাফল জানাচ্ছেন, দোয়া নিচ্ছেন তারা।
রোববার সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। কলেজে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা হর্ষধ্বনি দিয়ে আনন্দ উদযাপন করেন। সহপাঠীরা একে অপরকে নিজের ফলাফল জানান, নাচ-গান গেয়ে মিষ্টি বিতরণ করেন।
নটরডেম কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৩ হাজার ২১৪ জন ছাত্র। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ২০৮ জন। পাস করেছেন ৩ হাজার ১৯৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন। গতবার অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। বিগত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩৮১ জন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯৫৯ জন। অকৃতকার্য হয়েছেন ৮ জন। বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪৩১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন।
বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ফারহান বলেন, ‘পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষকরা নিজের সন্তানের মতো স্নেহ করেছেন। সবচেয়ে বেশি খুশি লাগছে নিজের পরিবারকে সন্তুষ্ট করতে পেরে। আমাদের জন্য কঠোর পরিশ্রম করেছেন তারা।’
জিপিএ-৫ পাওয়া ঈশান বলেন, ‘কঠোর পরিশ্রম বৃথা যায় না। এক্ষেত্রে আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সফলতার পেছনে তাদের শ্রম রয়েছে। পরিবারের সাপোর্ট ছিল, সবার প্রতি কৃতজ্ঞতা।’
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সৌরভ দাশ বলেন, ‘ভালো ফলাফলের জন্য শিক্ষক ও নিজ পরিবারের প্রতি কৃতজ্ঞ। আগামীতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’
ইএআর/কেএসআর/জিকেএস
টাইমলাইন
- ০৮:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ‘পূর্ণ নম্বরে পরীক্ষা নিলেই ফল খারাপ হবে, এটা যৌক্তিক কথা নয়’
- ০৬:৪৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ দিনাজপুর বোর্ডের ১৬ কলেজের কেউ পাস করেনি
- ০৫:১৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ময়মনসিংহে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
- ০৪:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কুমিল্লায় কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ০৪:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী
- ০৪:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি
- ০৩:৫৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ
- ০৩:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ইংরেজিতে বেশি ফেল করায় যশোর বোর্ডে ফল বিপর্যয়
- ০৩:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ মাইলস্টোন কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ১৬৭৩
- ০৩:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে বিদেশকেন্দ্রে পাসের হার ৯৪.৩৯
- ০৩:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩৭৭টি
- ০৩:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ পাসের হার-জিপিএ-৫ কমার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- ০৩:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কলেজের পাঁচ শিক্ষার্থীর ৩ জনই ফেল
- ০৩:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এইচএসসি পাস করেননি
- ০২:২১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ আলিমের ফলাফলে শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
- ০২:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসির ফল চ্যালেঞ্জে আবেদন শুরু সোমবার
- ০১:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ নটরডেমে পাসের হার ৯৯.৫৬ শতাংশ, কমেছে জিপিএ-৫
- ০১:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ভিকারুননিসার ছাত্রীদের বাঁধভাঙা উল্লাস
- ০১:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ ভিকারুননিসায় জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ ছাত্রী, ফেল ৩৫
- ১২:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ পাসের হারে এগিয়ে বরিশাল, তলানিতে যশোর
- ১২:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ কারিগরি বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ
- ১১:৫৬ এএম, ২৬ নভেম্বর ২০২৩ সিলেট বোর্ডে কমেছে পাসের হার-জিপিএ ৫
- ১১:৪২ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
- ১১:২৭ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
- ১১:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসিতে প্রায় অর্ধেকে নেমেছে জিপিএ-৫
- ১১:১০ এএম, ২৬ নভেম্বর ২০২৩ আলিমে পাসের হার ৯০.৭৫ শতাংশ
- ১১:০২ এএম, ২৬ নভেম্বর ২০২৩ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ
- ১০:১৫ এএম, ২৬ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর