ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষক নেতা কাওছারকে বরখাস্তের প্রতিবাদে সারাদেশে মানববন্ধনের ডাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ আন্দোলনের নেতা ও রাজধানীর সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কাওছার আলী শেখকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারাদেশের জেলা সদর পর্যায়ে এ মানববন্ধন কর্মসূচি করবেন শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেবেন তারা।

রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে আন্দোলন করেছিলেন বিটিএ সাধারণ সম্পাদক এবং সবুজ বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ শেখ কাওছার আলী। এছাড়া প্রতিষ্ঠানের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের এসএসসির ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের থেকে দ্বিগুণ অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের অর্থায়নে অস্বচ্ছ উপায়ে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি অনৈতিকভাবে ও স্বজনপ্রীতির কারণে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। নিয়োগপত্রে প্রতিষ্ঠান প্রধানের সই থাকার শর্ত থাকলেও সভাপতি নিজের সই করে এসব নিয়োগ দেন।

বিটিএ সভাপতি বজলুর রহমান মিয়া আরও বলেন, প্রতিবছর সিএ ফার্ম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন এবং পরীক্ষা ও নিরীক্ষা অধিদপ্তর-এর দুটি নিরীক্ষা প্রতিবেদন থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভাপতি মিথ্যা একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদনের আলোকে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বারবার সেই প্রতিবেদনের কপি চাওয়া সত্ত্বেও এখনো তা অধ্যক্ষকে দেওয়া হয়নি। উল্টো ওই নোটিশের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে তাকে স্কুলে ও নিজকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিটিএ’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, আলী আজগর হাওলাদার ও বেগম নুরুন্নাহার প্রমুখ।

জানা যায়, গত ১১ নভেম্বর স্কুলটির সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির বৈঠকে কাওছার আলী শেখকে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়, অধ্যক্ষ কাওছার আলী শেখের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের খাত থেকে ২ কোটি ৮৫ লাখের বেশি টাকা অনিয়ম-দুর্নীতি এবং প্রভিডেন্ট ফান্ডের ১ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি স্কুলের অভ্যন্তরীণ নিরীক্ষায় এ প্রমাণ মেলে।

একই সঙ্গে তার বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে নিজ আত্মীয়কে নিয়োগ দেওয়া, এমপিওভুক্তির আশ্বাস দিয়ে চাঁদা দাবি, নারী শিক্ষকদের নিপীড়ন এবং জমির ব্যবসায়ে ব্যস্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

এএএইচ/এমএএইচ/জেআইএম