জিনিয়াস অ্যাওয়ার্ড পেলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থী
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি (ইঞ্জি.), বিএসসি, বিবিএ, বিএসএস (অনার্স), বি ফার্ম পর্যায়ের ৭৯ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন একাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলায় সেমিনার কক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মুক্তি সংগ্রামের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ১৫টি বিভাগের ৭৯ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/জেএস/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন