যশোর বোর্ডে নতুন সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক পেল দিনাজপুর
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রায় দুই বছর পর নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইলের লোহাগড়া আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম আব্দুর রহিমকে এ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পেয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মীর সাজ্জাদ আলী এ পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া দুজনই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। দুজনকে আগামী ১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগ দিতে বলছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
জানা গেছে, চেক জালিয়াতির মাধ্যমে যশোর বোর্ডের আড়াই কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে তৎকালীন সচিব এ এম এইচ আলী আর রেজার বিরুদ্ধে। পরে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। এরপর ২০২১ সালের ২৩ নভেম্বর তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এরপর সচিব পদটি শূন্য ছিল।
এএএইচ/এমএএইচ/
সর্বশেষ - শিক্ষা
- ১ ভিকারুননিসা-আইডিয়ালে অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা চান অভিভাবকরা
- ২ শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান, অনশনের ঘোষণা শিক্ষার্থীদের
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে: ভিসি
- ৪ সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে যা বললেন শিক্ষা উপদেষ্টা
- ৫ সরকারি শারীরিক শিক্ষা কলেজ শিক্ষক সমিতির নেতৃত্বে রায়হান-বারী