বাংলাদেশে আইইএলটিএস’র ‘ওয়ান স্কিল রিটেক’ চালু
ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষার্থীদের কারও প্রথম চেষ্টায় অনাকাঙ্ক্ষিত ফল পেলে পুনরায় পরীক্ষা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্য থেকে আইইএলটিএসের যেকোনো একটি সেকশনের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে দুর্দান্ত ‘ফিচার ওয়ান স্কিল রিটেক’ চালু করা হয়েছে।
আরও পড়ুন: যে কারণে আইইএলটিএস করবেন
নতুন এ ফিচারে প্রতি সেকশনের ফরম্যাট ও সময় স্বাভাবিক আইইএলটিএস পরীক্ষার মতোই থাকবে। তবে বাকি তিনটি সেকশনের দক্ষতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কাটিয়ে অনেকটা সময় বাঁচাতে পারবেন পরীক্ষার্থীরা।
আইইএলটিএস অ্যাট দ্য ব্রিটিশ কাউন্সিলের পরিচালক অ্যান্ড্রু ম্যাকেঞ্জি বলেন, গ্রাহকদের ফিডব্যাক অনুযায়ী- এ ওয়ান স্কিল রিটেক ফিচারটি চালু করা হয়েছে। আমরা জানি যে সঠিক প্রস্তুতি এবং সহায়তার মাধ্যমে আমাদের পরীক্ষার্থীরা সেরা স্কোর অর্জন করতে পারবেন।
আরও পড়ুন: আইইএলটিএস কী এবং কেন প্রয়োজন?
তিনি বলেন, যদি কেউ মনে করেন যে, প্রথম চেষ্টায় তাদের ইংরেজি দক্ষতার সঠিক মূল্যায়ন পাননি, তারা ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধু একটি স্কিলে পুনরায় পরীক্ষা দিতে পারবেন। আমাদের বিশ্বাস, এতে পরীক্ষার সঠিক মূল্যায়ন হবে।
অ্যান্ড্রু ম্যাকেঞ্জি আরও বলেন, ওয়ান স্কিল রিটেক গ্রহণ করা প্রতিষ্ঠানগুলো আবেদনকারীর মানের সঙ্গে আপস না করেও প্রতিষ্ঠানে ভর্তি আরও সহজ করে তুলতে পারবেন। পরীক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করার প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ নিয়ে আইইএলটিএস অংশীদাররা গর্বিত।
আরও পড়ুন: কোথায় আইইএলটিএস করবেন
ব্রিটিশ কাউন্সিল সূত্র জানায়, আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় টেস্ট রিপোর্ট ফর্ম পাবেন, যা মাইগ্রেশন এবং অধ্যয়নের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। অর্জনকৃত স্কোরের ভিত্তিতে পুরোনো অথবা নতুন টেস্ট রিপোর্টের মধ্যে যেকোনোটি বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা বলেন, নতুন এ ফিচার যুক্ত করার ফলে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস টেস্ট এখন একমাত্র প্রধান হাই-স্টেকস টেস্ট, যার মাধ্যমে আমরা বাংলাদেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের সেরা স্কোর অর্জনে সহায়তা করব।
আরও পড়ুন: আইইএলটিএস করতে চাইলে
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সহযোগিতা করে আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে তুলতে পেরে আমরা গর্বিত।
নতুন এ ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক পেজ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
এএএইচ/এমআরএম/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা